ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

জয়পুরহাট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৫, ২৮ অক্টোবর ২০২৪

জয়পুরহাট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাত পৌঁনে একটার দিকে জেলা শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত গোলাম মাহফুজ চৌধুরী অবসর আক্কেলপুর উপজেলার পূর্ব আক্কেলপুর পার্ট এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি বর্তমানে জেলা শহরের আলহেরা একাডেমি নগর এলাকায় নিজ বাসায় বসবাস করেন।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে (৪ আগস্ট) গুলিতে শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল মারা যায়।

এ ঘটনায় নিহতের বাবা মজিদুল সরকার সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে ১২৮জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এই মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসরকে ৩০ নম্বর আসামি করা হয়েছে।

এ ছাড়া (৫ আগস্ট) আওয়ামী লীগ সরকারের পটপরিবর্তনের পর থানা এলাকায় গুলিতে মারা যান মেহেদী নামে এক অটোচালক। এ ঘটনায় নিহতের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি শেখ হাসিনা-ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ওই মামলায় গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে ৫১ নম্বর আসামি করা হয়েছে। এই দুটি হত্যা মামলা ছাড়া গোলাম মাহফুজ চৌধুরীর নামে সদর ও আক্কেলপুর থানায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সদর থানায় ১০টি মামলা হয়েছে। এসব মামলার প্রায় সবকটিতেই গোলাম মাহফুজ চৌধুরী অবসরের নাম রয়েছে।

রোববার দিবাগত গভীর রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হবে।

মেসেঞ্জার/রমি/তারেক