ঢাকা,  শুক্রবার
০৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

আশুলিয়ায় ময়দা মিক্সার মেশিনে আটকে কর্মচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার 

প্রকাশিত: ১৮:৩২, ২৮ অক্টোবর ২০২৪

আশুলিয়ায় ময়দা মিক্সার মেশিনে আটকে কর্মচারীর মৃত্যু

ছবি : মেসেঞ্জার

ঢাকার আশুলিয়ায় অনুমোদনহীন একটি বেকারী কারখানার ময়দা মিক্সার মেশিনে আটকে পড়ে ইমরান হোসেন (২৪) নামের এক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেংগুরি এলাকার মালা বেকারীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ইমরান হোসেন মাদারীপুরের শিবচর উপজেলার ব্যাংচড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি আশুলিয়ার টেংগুরি নির্মাণটেক এলাকায় (মৃত) মাহাতাবের ভাড়া বাড়িতে বসবাস করে মালা বেকারীতে চাকুরী করতেন।

মালা বেকারীর শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো সকাল থেকেই ইমরান কাজে যোগ দিয়ে ময়দা মিক্সার করতে থাকে। অসাবধানতাবশত তার একটি হাত মেশিনে আটকে যায় এবং ধীরে ধীরে মেশিনের ভেতরে চলে যায়। এসময় ঘটনাস্থলেই সে মারা যায়।

বেকারির মালিক ইমদাদুল জানান, ইমরানের বাবা-মা কেউ বেঁচে নেই। দুই বোন আছে। সে ছোট বেলা থেকেই তাদের (ইমদাদুল) বেকারীতে কাজ করে। সম্পর্কে তাদের চাচা হন। তারা দুই ভাই (ইমদাদুল ও আনোয়ার) বেকারী পরিচালনা করেন।

প্রতিদিনের ন্যায় সকালে ইমরান কাজে আসে এবং অসাবধানতার কারণে ময়দা মিক্সার করার মেশিনে ঢুকে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসী জানান, এই বেকারীর কোন অনুমোদন নেই। অনুমোদন না নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বেকারী চালাচ্ছেন তারা। শিশু শ্রমিক দিয়েও এই বেকারী চালানোর অভিযোগ করেন এলাকাবাসী। 

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মদন শাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মেসেঞ্জার/নোমান/তারেক