ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বগুড়ায় হত্যা মামলায় সাবেক মেয়র গ্রেপ্তার

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ১৮:৪১, ২৮ অক্টোবর ২০২৪

বগুড়ায় হত্যা মামলায় সাবেক মেয়র গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু রায়হান হত্যা মামলার প্রধান আসামি দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (২৭ অক্টোবর) গভীর রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুপচাঁচিয়ায় (৪ আগস্ট) যুবদলের সদস্য আবু রায়হান গুলিবিদ্ধ হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় (৯ আগস্ট) তার মৃত্যু হয়।

এ ঘটনায় রায়হানের মা রওশন আরা বেগম বাদী হয়ে (১৭ আগস্ট) ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন এজাহারভুক্ত ১নং আসামি ছিলেন।

ওসি ফরিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার বেলাল হোসেনকে সোমবার (২৮ অক্টোবর) আদালতে পাঠানো হযেছে।

মেসেঞ্জার/আলমগীর/তারেক