ছবি : মেসেঞ্জার
দীর্ঘদিন ধরে অবৈধ দখলদালে থাকা সাত শতক সরকারি জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণআদালত। সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন, নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত উপজেলার ছাতারপাইয়া বাজার এলাকায়সরকারি জায়গায় অবৈধভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠান করায় ৪টি দোকন উচ্ছেদ করে এই ভূমি উদ্ধার করা হয়।
একই সময়ে ছাতারপাইয়া ব্রিজের উপরে অবৈধ দখল করে দু’পাশে ব্যাবসা প্রতিষ্টান গুলোকে উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ওই জমির আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
এই জমি সরকারি সম্পদ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান আগামীতেও চলমানথাকবে বলে জানান তিনি। অভিযানে বাংলাদেশ সেনাবাহীনি, সেনবাগ থানা পুলিশ এবংছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ছাতারপাইয়া ইউনিয়ন ভূমি অফিসেরকর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/জাহাঙ্গীর/তারেক