ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

উখিয়ায় বিজিবির অভিযানে ৯৯৫ গ্রাম আইস সহ আটক ১

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৩, ২৮ অক্টোবর ২০২৪

উখিয়ায় বিজিবির অভিযানে ৯৯৫ গ্রাম আইস সহ আটক ১

ছবি : মেসেঞ্জার

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবি সদস্যরা যাত্রীবাহি ইজিবাইক তল্লাশী চালিয়ে ৯৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস সহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলো, রামু উপজেলার কাউয়ারখোপ এলাকার মৃত কালু মিয়ার পুত্র মো. মনির আহম্মদ (৫০)। আটককৃতকে সোমবার (২৮ অক্টোবর) বিকেলে কক্সবাজারের রামু থানায় হস্তান্তর করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার (২৭ অক্টোবর) রাত ১২টার সময় উখিয়ার গোয়ালিয়া পালং এলাকায় এ অভিযান চালানো হয়।

জানাযায়, রোববার (২৭ অক্টোবর) রাতে উখিয়ার মরিচ্যা বাজার হতে কক্সবাজারগামী একটি সন্দেহজনক ইজিবাইক থামানো হয়। এসময় বিজিবির সদস্যরা গাড়ী তল্লাশী চালিয়ে একজনকে আটক করেন। এরপর পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে তাঁর হাতে থাকা শপিং ব্যাগের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৯৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন ধৃত আসামীর বিরুদ্ধে একটি মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়। প্রতিনিয়ত অভিযান অব্যাহত রয়েছে।

মেসেঞ্জার/শহিদুল/তারেক