ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বগুড়ায় সাবেক এমপির দেহরক্ষী যুবলীগ কর্মী গ্রেপ্তার

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ২০:৩৫, ২৮ অক্টোবর ২০২৪

বগুড়ায় সাবেক এমপির দেহরক্ষী যুবলীগ কর্মী গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

বগুড়া-৬ (সদর) আসনে সাবেক সংসদ সদস্য(এমপি) ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপুর দেহরক্ষী হিসেবে পরিচিত যুবলীগ কর্মী নিঝুম আনসারী নাহিদকে (৩৮) আটক করে পুলিশে দিয়েছে জনগণ। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

নিঝুম বগুড়া শহরের শিববাটি শাহী মসজিদ লেনের মামুনুর রশিদের ছেলে। সে বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর ঘনিষ্ঠ সহচর ছিলেন।

দেহরক্ষীর মত সব সময় রিপুর সাথে থাকতেন। নিঝুমের নামে ২০১৩ সালে ছাত্র শিবির নেতা আবু রুহানী হত্যা মামলাসহ ৫টি মামলা রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুস্তাফিজ হাসান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিঝুম আনসারী নাহিদ রিকশা যোগে শহরের শেরপুর রোড দিয়ে ঠনঠনিয়ার দিকে যাচ্ছিলেন। মফিজ পাগলার মোড়ে মটরসাইকেলে আসা কিছু যুবক তাকে আটক করে মারধর শুরু করে। পরে এক জামায়াত নেতা ডিবি পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

বগুড়া জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুস্তাফিজ হাসান বলেন, নিঝুমকে মফিজ পাগলার মোড় এলাকা থেকে হেফাজতে নেয়া হয়। তাকে শিবির নেতা আবু রুহানী হত্যাসহ ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মেসেঞ্জার/আলমগীর/তারেক