ঢাকা,  বৃহস্পতিবার
০২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

নওগাঁয় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠীত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৮, ২৮ অক্টোবর ২০২৪

নওগাঁয় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠীত

ছবি : মেসেঞ্জার

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় দু দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার (২৮ অক্টোবর) ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ কর্যক্রম পরিচালনা করা হয়। সোমবার সকাল ৯টা থেকে নওগাঁ নওজোয়ান মাঠে জেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে ডক্টরস এ্যাসোসিয়েশন বাংলাদেশ "ড্যাব" এর সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। ড্যাব নওগাঁ জেলার সভাপতি ডাক্তার ইস্কেন্দার হোসেনের নেতৃত্বে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মীর সুফিয়ান, ডাক্তার এম এ আর চৌধুরী, নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার তারেক হোসেন, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মঈন উদ্দিন সহ ১৫জন চিকিৎসক রোগীদের চিকিৎসা প্রদান করেন। নওগাঁ ব্লাড ব্যাংক স্বেচ্ছায় রক্তদাতাদের নিকট থেকে রক্ত সংগ্রহ করে। 

এ অনুষ্ঠানে দিনব্যাপী প্রায় এক হাজার রোগীদের চিকিৎসা প্রদান এবং বিনামূল্যে তাদের প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।  এ সময় জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক এ কে এম রওশন উল ইসলাম, যুগ্ম আহবায়ক দেওয়ান মোস্তাকীম আহমেদ নিপু, রুবেল হোসেন ও সদস্য সচিব মুক্তার হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/বেলায়েত/তারেক