ছবি: মেসেঞ্জার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টায় বারইয়ারহাট খান সিটি সেন্টারে যুবদলের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আফছার মিয়াজীর সঞ্চালনায় জোরারগঞ্জ থানা যুবদলের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
প্রধান বক্তা চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারন সম্পাদক এস,এম,মুরাদ চৌধুরী, বিশেষ অতিথি মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন,যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন,বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজি সহ সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মিরসরাই থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলামের নেতৃত্বে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি খান সিটি সেন্টার থেকে শুরু হয়ে বারইয়ারহাট বাজার প্রদক্ষিণ করে গ্রীণ টাওয়ারের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যদিয়ে শেষ হয়।
মেসেঞ্জার/বাবলু/আজিজ