ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

জয়পুরহাটে বাড়িতে হামলা করে গরু চুরির অভিযোগ 

জয়পুরহাট প্রতিনিধি 

প্রকাশিত: ১০:০৩, ২৯ অক্টোবর ২০২৪

জয়পুরহাটে বাড়িতে হামলা করে গরু চুরির অভিযোগ 

ছবি: মেসেঞ্জার

পূর্ব শত্রুতা জের ধরে জয়পুরহাটের রাজনগর গ্রামে বাড়ি থেকে বাড়িঘর ভাঙচুর করে ৩ টি গরু চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় ইতিমধ্যে থানায় একটি অভিযোগ দেওয়া  হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার রাজনগর গ্রামের নাছিমা বেগম তিনি মামলায় অভিযোগ করেন, তার ভাই রাইহানের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রামের কিছু মানুষের সাথে বিরোধ ছিল সেই আক্রোশে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে যাদের সাথে আমার ছোট ভাইয়ের বিরোধ ছিল তাদের মধ্যে ১৫-২০ জন মানুষ দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা করে তিনটি গরু চুরি করে নিয়ে যায়। তিনি তার মামলায় আরো উল্লেখ করেন তিনটি গরুর মধ্যে একটি গরুর তারা যবাই করে খেয়ে ফেলেছে। 

এ বিষয়ে অভিযোগের এক নাম্বার অভিযুক্ত ব্যক্তি আনোয়ার হোসেনের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, তিনি বলেন আমাদের নামে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, এই ঘটনার বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে বিষয়টি আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

মেসেঞ্জার/আজিজ