ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

হবিগঞ্জে মা-মেয়েকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৮, ২৯ অক্টোবর ২০২৪

আপডেট: ১৫:০৬, ২৯ অক্টোবর ২০২৪

হবিগঞ্জে মা-মেয়েকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে মা মেয়ে হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইয়াছির আরাফাত এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, জেলার বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের মহিব উল্লার ছেলে মনির মিয়া (২২), একই উপজেলার দ্বিগাম্বর বাজার এলাকার আলমগীর মিয়ার ছেলে আমির হোসেন (৩৫) ও টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪০)। 

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, ২০২১ সালের ১৭ মার্চ দিবাগত রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের একটি দ্বিতলা ভবনের ঘরে আসামীরা ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে বাসার বাসিন্দা অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা মালাকার (৮) হত্যা করে পালিয়ে যায়। 

এ ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয় জেলা জুরে। ঘটনার পরদিন নিহত অঞ্জলির স্বামী সঞ্জিত চন্দ্র বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলর প্রেক্ষিতে ২০২২ সালের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা প্রজিত সরকার ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।

বিজ্ঞ আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আসামীদের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে তাদের মৃত্যুদন্ড প্রদান করেন। 

হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। আমরা চাই প্রয়োজনীয় কাজ শেষে দ্রুত রায় কার্যাকর করতে।

মেসেঞ্জার/পাবেল/আজিজ