ছবি: মেসেঞ্জার
ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আসাদুজ্জামান (৩৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে সাভার নিউ মার্কেটের বিপরীত পাশের মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান রংপুর জেলার তারাগঞ্জ থানার হারিয়ারকুঠি এলাকার আবুবকর সিদ্দিকের ছেলে। তবে তিনি কোথায় থাকেন এবং তার পেশা কী তা জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, ভোরে নিউমার্কেটের সামনে ঢাকাগামী একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন আসাদুজ্জামান। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে দাঁড়ায় এবং টাকা ও মোবাইলসহ অন্যান্য মালামাল লুট করে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা আরও জানান, সাইফুল নামের ঢাকার গুলশান থানার এক পুলিশ সদস্য ঢাকা থেকে সাভারে তার বাসায় ফেরার পথে সাভার নিউ মার্কেটের বিপরীত পাশের মহাসড়কে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পরে থাকতে দেখেন। তিনি সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
সাভার সিটি সেন্টারের ওমর ফারুক নামের এক ব্যক্তি জানান, সাভার নিউ মাকেট, স্বরণিকা, শিমুলতলাসহ আশপাশের এলাকায় ছিনতাইকারীদের আখড়া বা জোন হিসেবে সাভারবাসীর কাছে পরিচিত হলেও রহস্যজনক কারণে পুলিশ এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ ইচ্ছা করলেই আমাদের মতো সাধারণ মানুষ ছিনতাইকারীদের কাছ থেকে রক্ষা পেতে পারে। এখানে রাত ১২টার পর থেকে ভোর পর্যন্ত এ ধরনের দুর্ঘটনা প্রতিনিয়তই হচ্ছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব উল্লাহ সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে বাস থেকে নামার পর ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে এবং তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, দূরপাল্লার ঢাকাগামী একটি বাস থেকে নামার পর ওই যাত্রী ছিনতাইকারীর কবলে পড়ে নিহত হয় বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পাশ থেকে একটি কালো রঙের মানিব্যাগ পাওয়া গেছে। সেখান থেকে পাওয়া একটি জাতীয় পরিচয়পত্রের কপিতে নিহতের নাম-পরিচয় অস্পষ্টভাবে লেখা ছিল। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মেসেঞ্জার/নোমান/আজিজ