ঢাকা,  বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪

The Daily Messenger

দিনাজপুরে

ধর্ম মন্ত্রণালয় হাজীদের নিয়ে ব্যবসা করে না: ধর্ম উপদেষ্টা

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৭, ২৯ অক্টোবর ২০২৪

ধর্ম মন্ত্রণালয় হাজীদের নিয়ে ব্যবসা করে না: ধর্ম উপদেষ্টা

ছবি: মেসেঞ্জার

ধর্ম মন্ত্রণালয় হাজীদের নিয়ে ব্যবসা করে না উল্লেখ করে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্ম মন্ত্রণালয় হাজীদের সেবা দিয়ে থাকে।

আগামী বছর যে হজ্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে আমরা খুব কম খরচে দুটি প্যাকেজ চালু করতে যাচ্ছি। ইমামরা দেশ ও সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন এবং মাদক ও অসামাজিক কর্মকান্ড প্রতিরোধে দায়িত্ব পালন করছেন। এমনকি প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম-মোয়াজ্জেম কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বিনা সুদে ঋণ নিতে পারছে। ইমামদেরর উন্নয়নেরর জন্য “ইমাম” নামে মিনারেল ওয়াটারের একটি প্রজেক্ট চালু করতে যাচ্ছে মন্ত্রনালয়। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে প্রশিক্ষণরত ইমামদেরর সাথে মতবিনিময় সভায় প্রদান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। 

ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় পরিচালক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপদেষ্টার একান্ত সচিব সাদেক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুল হাসান, দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক আলমগীর হায়দার।
 

মেসেঞ্জার/কুরবান/আজিজ