ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

উখিয়ায় পৃর্থক অভিযানে ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১

উখিয়া কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৪, ২৯ অক্টোবর ২০২৪

উখিয়ায় পৃর্থক অভিযানে ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১

ছবি: মেসেঞ্জার

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এসময় মাদক বহনের দায়ে একটি প্রাইভেট গাড়ী জব্দ করা হয়। আটককৃত হলো কক্সবাজারের টেকনাফ উপজেলার লম্বরী গ্রামের মোঃ সৈয়দ আহম্মদ এর পুত্র মোঃ আব্দুল মুনাফ (৩৫)।

মঙ্গলবার(২৯ অক্টোবর)সকাল ৯টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের গোয়ালমারা পাহাড় নামক এলাকায় এ অভিযান চালানো হয়। 

এদিকে সোমবার রাত ৮টার দিকে উখিয়ার রেজুখাল চেকপোস্ট এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশী চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেন বিজিবি। 

এ ব্যাপারে ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী পিএসসি সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন দুইটি পৃথক অভিযানে ইয়াবা,গাড়ী ও লোক আটক করা হয়।আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।

মেসেঞ্জার/শহিদুল/আজিজ