ছবি : মেসেঞ্জার
“চাকরি নয়, সেবা”এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৪ এর প্রাথমিক যাচাই বাছাই পর্ব শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে এই যাচাই বাছাই পর্ব শুরু হয়।
জয়পুরহাটের পুলিশ সুপার আবদুল ওয়াহাব বলেন, এই নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ সচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। দক্ষ, মেধাবী ও যোগ্য প্রার্থীরা চাকরি পাবে। তিনি বলেন, কেউ যেন দালাল ও প্রতারক চক্রের প্রলোভনে না পড়ে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে সকলকে দালাল, প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, যে কোন প্রার্থী যদি আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকে তাহলে তার প্রার্থীতা তাৎক্ষণিক বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতারক ও দালাল চক্র সম্পর্কে অবগত হলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবগত করার জন্য জনগণকে অনুরোধ করেছেন। এবার জেলায় ২৬জনের বিপরীতে মাঠে দাঁড়িয়েছেন ২৭শ ৩৪ জন।
মেসেঞ্জার/মামুন/তারেক