ছবি : মেসেঞ্জার
রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর শিরোইল পুরাতন বাসটার্মিনাল এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) রাজশাহী জেলা, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি রাজশাহী জেলা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী জেলা, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, দূর্গাপুর প্রেসক্লাব ও বাঘা রিপোর্টাস ইউনিটি'র নেতৃবৃন্দ এই মানববন্ধনে অংশ নেন।
বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় মানববন্ধনে রাজশাহী'র বাঘা উপজেলায় সাংবাদিক আবুল হাসেমের উপর হামলা এবং দূর্গাপুরের সাংবাদিক শাহাবুদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তাদের প্রত্যাহারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখা'র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সভাপতি আবু কাউসার মাখন, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির নুর আলম সিদ্দিকি মানু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি রাজশাহীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রনি, বাঘা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার, দূর্গাপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহজামাল, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রেসিডিয়াম মেম্বার শাহিনুর রহমান সোনা, সহ-সভাপতি আনসার তালুকদার স্বাধীন, সদস্য শেখ রহমতুল্লাহ, আসগর আলী সাগর প্রমুখ।
মানববন্ধনে সময়ের আলোর রাজশাহী ব্যুরো প্রধান শফিকুল ইসলাম, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ফায়সাল হোসেন, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, বরেন্দ্র প্রেসক্লাবের প্রেসিডিয়াম মেম্বার লিয়াকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরবিএস পাভেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এফডিআর ফায়সাল, নির্বাহী সদস্য আল আমিন পাপন, শফিকুল ইসলাম ইমন, আক্তার হোসেন হিরা প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের অসঙ্গতি তুলে ধরতে গিয়ে দূর্নীতিবাজ, মাদক কারবারিসহ অন্যায়কারীদের শত্রু হয়ে যান সাংবাদিকরা। এমন ঘটনায় পুলিশ সেই সকল অপরাধীদের ইন্ধনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করেন।
রাজশাহীর দূর্গাপুরে শাহবুদ্দিন নামে একজন সাংবাদিককে বাড়ি থেকে ডেকে নিয়ে মিথ্যা নাশকতার মামলায় ফাঁসানো হয়। এমন মিথ্যা মামলা ও বাঘায় সাংবাদিকের উপর হামলার আসামী গ্রেপ্তার না করায় জেলা পুলিশের কতিপয় অসাধু কর্মকর্তার তীব্র সমালোচনা করেন বক্তারা।
দ্রুত সেসব কর্মকর্তার অপসারণ চাওয়া হয়। বক্তারা বলেন, ৭২ ঘন্টার মধ্যে দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিবেন রাজশাহীর সাংবাদিকরা। মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
মেসেঞ্জার/আনিসুজ্জামান/তারেক