ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ঠাকুরগাঁওয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান কর্মসূচির উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৩, ২৯ অক্টোবর ২০২৪

ঠাকুরগাঁওয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান কর্মসূচির উদ্বোধন

ছবি : মেসেঞ্জার

'‘ছাত্র শিক্ষক কৃষক ভাই-ইঁদুর দমনে সহযোগিতা চাই'’-এই প্রতিপাদ্যে- ঠাকুরগাঁওয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষক প্রশিক্ষণ হলরুমে এ ইঁদুর নিধন অভিযান কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিতে ও অতিরিক্ত উপ-পরিচালক শস্য কর্মকর্তা আলমগীর কবিরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. আরাফাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। এ সময় উপজেলা কৃষি অফিসার মো. নাসিরুল আলম, কনক, আজম আলী ও রাসেল আলীসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/আরিফ/তারেক