ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

হাতিয়ায় নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৫২, ৩০ অক্টোবর ২০২৪

হাতিয়ায় নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

ছবি : মেসেঞ্জার

নোয়াখালীর হাতিয়ায় অভিযান পরিচালনা করে মো. খোকন মিয়া নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী।বুধবার (৩০ অক্টোবর) ভোর রাতে উপজেলার চরকিং ইউনিয়নে ৮নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ইয়াবা ব্যবসায়ী মো. খোকন মিয়া (৪২) চরকিং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো. তাহেরের ছেলে। এসময় ইয়াবা সরঞ্জামাদি ও নগদ টাকা সহ তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি টিম উপজেলার চরকিং ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৮৫ পিচ ইয়াবা, ইয়াবা সেবন সরঞ্জামাদি, নগদ ২৩ হাজার ৩৭৯ টাকা, ৩টি স্মার্ট ফোন, ১টি বাটন সেট, ২টি সিম কার্ড ও একটি ছুরি সহ তাকে আটক করে হাতিয়ায় অবস্থানরত নৌবাহিনী।

হাতিয়া নৌ-কন্টিনজেন্ট মিডিয়া থেকে জানানো হয়, ইয়াবা সহ আটককৃত খোকন মিয়া দীর্ঘদিন থেকে এলাকায় ইয়াবা সেবন ও বিক্রি করে আসছে। গোপন সংবাদ পেয়ে আমরা অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হই। পরে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

মেসেঞ্জার/রাসেল/তারেক