ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

‘বিএনপি ক্ষমতায় আসলে দোয়ারাবাজারের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে’

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৩৫, ৩০ অক্টোবর ২০২৪

‘বিএনপি ক্ষমতায় আসলে দোয়ারাবাজারের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে’

ছবি : মেসেঞ্জার

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে দোয়ারাবাজারের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে।’ তিনি বলেন, ‘জবাবদিহিতামূলক সরকার ফিরিয়ে আনুন। অন্তর্বতীকালীন সরকারকে আমরা সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাব। আমরা সরকারের কাছে সুস্পষ্ট রোডম্যাপ চাই এবং সংস্কার সেরে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।'

তিনি আরও বলেন, '(৫ আগস্ট) ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতন ও খুনী হাসিনা পালিয়ে গেলেও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এখনো শেষ হয়নি। রাষ্ট্র ও সরকারের প্রতিটি সেক্টরে এখনো বাকশালীদের প্রেতাত্মারা বসে আছে। তারা নানা ষড়যন্ত্র করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে। এ ব্যাপারে সর্বস্তরের জাতীয়তাবাদী শক্তিকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে।'

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে দোয়ারাবাজার উপজেলা জাতীয়তাবাদী দল যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে মিজানুর রহমান চৌধুরী উপরোক্ত কথা বলেছেন।

এসময় উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টার, যুগ্ম আহবায়ক ও সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, খোরশেদ আলম, আহবায়ক কমিটির সদস্য এইচএম কামাল, আবু হেনা আজিজ, আব্দুল হক, আফিকুল ইসলাম, সামছুল ইসলাম, আমান উল্লাহ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর আলম, আব্দুল আজিজ, আব্দুল মচব্বির, হাফিজুর রহমান, আব্দুল মতিন।

উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি জহির মিয়া, পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ, মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, নরসিংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লয়লুছ খাঁন, দোহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. শওকত, পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান, বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভুইঁয়া, সুরমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাহাত হোসেন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিন্টু, শাহ নেওয়াজ চৌধুরী, আব্দুর রাজ্জাক, জয়নাল আবেদীন, শাহজাহান মিন্টু, যুবদল নেতা সানোয়ার হোসেন, রিপন আহমদ, রুহুল আমীন, হামদু মিয়া, জহিরুল ইসলাম বাবুল, আশরাফুল ইসলাম জুয়েল, আব্দুল মনাফ, এরশাদ মেম্বার প্রমুখ।

মেসেঞ্জার/আশিস/তারেক