ছবি : মেসেঞ্জার
কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ১টি দেশীয় তৈরী এলজি ও ৪ রাউন্ড গুলি সহ ৩জন রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে বিজিবি'র সদস্যরা। তারা হলেন-টেকনাফ ২২ নম্বর উনচিপ্রাং ক্যাম্পের নূর মোহাম্মদের ছেলে মো. ইয়াছিন (২৯), উখিয়ার ১৫নম্বর জামতলি ক্যাম্পের আবু আহমেদের ছেলে মো. এনায়েতুল্লাহ (২৬) একই ক্যাম্পের আব্দুল জব্বারের ছেলে মো. আলম (২৩)।
বুধবার (৩০ অক্টোবর) রাতে টেকনাফের লেদা নাফনদী এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি'র) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।
অধিনায়ক বলেন, গোপন সংবাদে খবর ছিল (৩০ অক্টোবর) রাতে লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১১ হতে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে নাফনদী পেরিয়ে লেদা খালেরমুখ দিয়ে নৌকায় কিছু ডাকাত দলের সদস্য টেকনাফ শহরের ঢুকবে।
এমন তথ্যে লেদা বিওপি’র নৌ-টহলদল নাফনদীর কিনারায় অবস্থান নেন। এ সময় ৩ ব্যক্তি নৌকা করে নাফনদী দিয়ে টেকনাফ শহরের দিকে আসলে বিজিবির নৌ টহলদল তাদেরকে ঘেরাও করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অধিনায়ক আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের তল্লাশী করলে তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বলেন বিভিন্ন সময় টেকনাফ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান এবং বাড়ী-ঘরে তারা ডাকাতি করেন।
পরে গ্রেপ্তার ডাকাত দলের সদস্যদেরকে অস্ত্র ও গোলাবারুদসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মেসেঞ্জার/শহিদুল/তারেক