ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বগুড়ায় এক শিক্ষক দুই ২ কলেজে চাকরি করছেন

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ১৮:২৪, ৩০ অক্টোবর ২০২৪

বগুড়ায় এক শিক্ষক দুই ২ কলেজে চাকরি করছেন

ছবি : মেসেঞ্জার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় শিক্ষক ছাইফুল ইসলাম একাই দুই কলেজে চাকরি করছেন। দুই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেতনসহ অন্যান্য সুবিধা গ্রহন করেন। একসাথে দুই কলেজে চাকরি করা শিক্ষক ছাইফুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হযরত আলীর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি এই তদন্ত শুরু করেছে। 

ছাইফুল ইসলাম দুপচাঁচিয়া কারিগরি কলেজে অধ্যক্ষ ও কাহালু মহিলা ডিগ্রি কলেজে প্রভাষক পদে একসাথে চাকরি করছেন এমন নিউজ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। তদন্তের জন্য নির্দেশ দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিতে রয়েছেন জেলা শিক্ষা কর্মকতা হযরত আলী, জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

তদন্ত চলমান রয়েছে বলে জানিয়ে তদন্তকারী কর্মকর্তা হযরত আলী বলেন, ছাইফুল ইসলামের বিরুদ্ধে দুই কলেজে চাকরিসহ নানা ধরনের অভিযোগের তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগকারী পক্ষকে আগামী বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে আমাদের কাছে কিছু কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

ছাইফুল ইসলাম দুই কলেজে চাকরির অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, দুপচাঁচিয়া কারিগরি কলেজ থেকে আর্থিক কোন সুযোগ সুবিধা গ্রহন করি না। চাকরিটি এমপিও হলে আমি রিজাইন দিয়ে যেকোনো একটি কলেজে থাকার সিদ্ধান্ত নেব।

মেসেঞ্জার/আলমগীর/তারেক