ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

কক্সবাজার সরকারি কলেজের লোগো থেকে সরানো হলো ‘নৌকা’

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১১, ৩০ অক্টোবর ২০২৪

কক্সবাজার সরকারি কলেজের লোগো থেকে সরানো হলো ‘নৌকা’

ছবি : মেসেঞ্জার

কক্সবাজার সরকারি কলেজের লোগো পরিবর্তন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এ কলেজের লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। লোগো ঠিক রেখে শুধুমাত্র নৌকা সরিয়ে এর পরিবর্তে যুক্ত করা হয়েছে সূর্য। এর নিচে থাকা বই, খাতা ঠিক রেখে বইয়ের উপর যুক্ত করা হয়েছে কলম।

(৫ আগস্ট) সরকার আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন সরকারি কলেজকে নতুন আঙ্গিকে সাজাতে এবং কাজের প্রক্রিয়াকে আরো গতিশীল করার প্রথম ধাপ হিসেবে লোগোতে পরিবর্তন আনা হয়েছে বলে জানান কলেজ কতৃপক্ষ।

বুধবার (৩০ অক্টোবর) একাডেমিক কাউন্সিলরের বৈঠকে নতুন লোগো অনুমোদন পায়। বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান।

তিনি জানান, (৫ আগস্ট) আওয়ামী লীগ সরকার পতনের পর কলেজকে নতুন আঙ্গিকে সাজাতে এবং কাজের প্রক্রিয়াকে আরো গতিশীল করার প্রথম ধাপ হিসেবে লোগোতে পরিবর্তন আনা হয়েছে বলে। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের দাবির প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়।

কক্সবাজার সরকারি কলেজের প্রাক্তন ছাত্র মিজবাহ বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম কলেজের লগো পরিবর্তন আনতে। কারণ শিক্ষা প্রতিষ্ঠানে কোন রাজনৈতিক দলের প্রতিক থাকতে পারে না। আরেক শিক্ষার্থী খোরশেদ বলেন, এতদিন কলেজ রাজনৈতিক দলের কাছে জিম্মি ছিল। এখন আস্তে আস্তে প্রভাবমুক্ত হচ্ছে কলেজ।

কক্সবাজার সরকার কলেজ সূত্রে মনোগ্রাম বিবরণ সম্পর্কে যা জানা যায়,

i) ২১ টি তারা (একুশে ফেব্রুয়ারী-মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বোঝায়)

ii) কলেজের নাম (কক্সবাজার সরকারি কলেজ)

iii) পবিত্র কোরআনের সূরা বাকারা, আয়াত-২৫৭ (অর্থ-আঁধার ছেড়ে আলোর দিকে আহ্বান)

iv) বই, খাতা ও কলম (জ্ঞান অন্বেষণের প্রতীক)

v) উদীয়মান সূর্য (জ্ঞান অন্বেষণের মাধ্যমে আলো ছড়ানো বা জ্ঞানের আলো বিতরণ বোঝায়)

vi) সাগর (কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্যের ধারক)।

মেসেঞ্জার/রাশেদুল/তারেক