ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

সোনাইমুড়ীতে জামায়াতের ইউনিয়ন কর্মী সম্মেলন

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৫, ৩০ অক্টোবর ২০২৪

সোনাইমুড়ীতে জামায়াতের ইউনিয়ন কর্মী সম্মেলন

ছবি : মেসেঞ্জার

নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে জয়াগ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়াগ ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মো. ইসহাক খন্দকার।

১নং জয়াগ ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা সাইফ উল্যাহ, বাংলাদেশ সরকারের সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুল কাইয়ুম ভূঁইয়া, সোনাইমুড়ী উপজেলা জামায়াতের আমির হানিফ মোল্লা, নায়েবে আমির মো. রহিম উল্লাহ বিএসসি সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ বাকের।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মেসেঞ্জার/ইয়াকুব/তারেক