ছবি : মেসেঞ্জার
কৃষি সহায়তার অংশ হিসেবে মাদারগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বুধবার (৩০ অক্টোবর) এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসিমা নাহাত। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ শাহাদুল ইসলামসহ উপজেলা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলার জোড়খালী ইউনিয়নের প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।
মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার শাহাদুল ইসলাম জানান, এই রবি মৌসুমে মাদারগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ৪ হাজার ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, মুগ, মসুর, চিনাবাদাম, খেসারি, পেঁয়াজ বীজ এবং রাসায়নিক সার হিসেবে ডিএপি ও এমওপি সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
১৮০ জন কৃষককে গম, ৫৫০জন কে ভুট্রা, ৩ হাজার ৮০০ জন কে সরিষা, মুগ ৪০ জন, মসুর ৩০ জন, বাদাম ৩০ জন, শীতকালীন পেঁয়াজ ৪০ জন, খেসারি ৩০ জন কৃষককে এই সহায়তা দেয়া হবে। প্রতি কৃষক ১বিঘা জমির জন্য এই সুবিধা পাবে।
মেসেঞ্জার/উজ্জ্বল/তারেক