ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

চকরিয়ায় বাজার নিয়ন্ত্রণে অভিযান ও জরিমানা

চকরিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৫, ৩০ অক্টোবর ২০২৪

চকরিয়ায় বাজার নিয়ন্ত্রণে অভিযান ও জরিমানা

ছবি : মেসেঞ্জার

কক্সবাজারের চকরিয়ায় নিত্যপণ্যের বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও বাজার নিয়ন্ত্রণসহ শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকালে চকরিয়া পৌরসভা এলাকায় নিত্যপণ্যের বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলামের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বলেন, যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। সংশ্লিষ্টদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

মেসেঞ্জার/রিদুয়ান/তারেক