ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ২১:৪৫, ৩০ অক্টোবর ২০২৪

আপডেট: ২১:৪৫, ৩০ অক্টোবর ২০২৪

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

ছবি : সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে রাহিল আহম্মেদ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রাহিল আহম্মেদ উপজেলার কাজলা ইউনিয়নের জামথল গ্রামের সরাফত আলী প্রামানিকের ছেলে।

জানা গেছে, বুধবার (৩০ অক্টোবর) বেলা ২টার দিকে রাহিল আহম্মেদ তার ধানক্ষেতে পানি দেওয়ার জন্য বাড়ির পাশের মাঠে যান। সেখানে বিদ্যুৎচালিত শ্যালো মেশিনের মোটরে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাহিল আহম্মেদ তিন ছেলে এবং এক মেয়ের জনক ছিলেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামিরুল ইসলাম বলেন, দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎস্পৃষ্টে নিহতের মরদেহ দাফনের জন্য তার পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে।

মেসেঞ্জার/আলমগীর/তারেক