ছবি : মেসেঞ্জার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়া সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা ও ১কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এসময় কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত মাদকদ্রব্য গুলো বিজিবির হেফাজতে রয়েছেন বলে কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।
জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়া সীমান্তে অভিযান চালিয়ে মাদকগুলো জব্দ করা হয়।
এ ব্যাপারে বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে পাচারকারিরা মাদকগুলো ফেলে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মেসেঞ্জার/শহিদুল/তারেক