ছবি: মেসেঞ্জার
নোয়াখালীর সেনবাগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাবের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বৃহষ্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার সময় উপজেলার কেশারপাড় ইউনিয়নের মজিরখিল গ্রামের আবদুল ওহাব কমান্ডরের বাড়ীতে প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
নোয়াখালী পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে মরহুমের বাড়ীর সামনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, স্থানিয় কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমন, সাবেক চেয়ারম্যান বেলাল ভুইয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন, ডেপুটি কমান্ডার নাজমুল করিম বাচ্ছু প্রমুখ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব কমান্ডার চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালীর প্রাইম হাসপাতালে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সময় মৃত্যুবরণ করেন।
মরহুম আবদুল ওহাব কমান্ডারের স্ত্রী, এক ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন। মরহুমের এক কন্যা শিরিন জাহান নোয়াখালী সরকারি কলেজের ভোটানিক বিভাগের সহকারী অধ্যাপক ও জামাতা মোহাম্মদ জহির উদ্দিন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নোয়াখালীর বেগমগঞ্চের আমিশাপাড়া শাখায় কর্মরত।
মেসেঞ্জার/জাহাঙ্গীর/আজিজ