ছবি: মেসেঞ্জার
৫ আগস্ট সরকার পতনের পর দেশের উত্তপ্ত পরিস্থিতি কাজে লাগিয়ে পর্যটন নগরী কক্সবাজার শহরের 'হোয়াইট বিচ' আবাসিক হোটেল দখলে নিয়েছে একটি চক্র।
এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের উপ-পরিদর্শক (এসআই) শাহিন মিয়ার বিতর্কিত প্রতিবেদন নিয়ে সমালোচনা হলে তাকে সরিয়ে বান্দরবানে বদলি করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. আবু কালাম ছিদ্দিক স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, 'ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের উপ-পরিদর্শক (এসআই) শাহিন মিয়াকে প্রত্যাহার করে বান্দরবান ট্যুরিস্ট পুলিশে সংযুক্ত করা হয়েছে। তাকে নির্ধারিত সময়ের মধ্যে বান্দরবান জোনে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ সুত্রে জানা যায়, অর্থের বিনিময় মিথ্যে প্রতিবেদন, চাঁদাবাজি, হোটেল জোনে অনৈতিক সুবিধাসহ একাধিক অভিযোগ ছিল ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে। এসব অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় ট্যুরিস্ট পুলিশ হেডকোয়াটার্স।
মেসেঞ্জার/রাশেদুল/ফামিমা