ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

লালমনিরহাটে অবহিতকরণ সভা

লালমনিরহাট প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:২০, ৩১ অক্টোবর ২০২৪

লালমনিরহাটে অবহিতকরণ সভা

ছবি : মেসেঞ্জার

লালমনিরহাটে জেলা পর্যায়ে এইচপিভি টিকাদান কাযক্রম ২০২৪ এর সর্ম্পকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তথ্য অফিসের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, ইসলামীক ফাউন্ডেশনের উপপরিচালক রেজাউল করিম।

এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়, ডা. ইফতেখার হোসেন খান, জেলা তথ্য অফিসার হায়দার আলী (রু.দা), লালমনিরহাট টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি, প্রেসক্লাবের সদস্য সচিব আনিছুর রহমান লাডলা বক্তব্য রাখেন।

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে-অবহিতকরণ সভায় ৫ম থেকে ৯ম শ্রেনীর (১০ থেকে ১৪বছর বয়সী কিশোরী) শিক্ষার্থীদের এইচপিভি টিকাদানের উপর গুরুত্বারোপ করা হয়। সভায় গার্লস গাইডস, স্কাউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের ৪০ জন শিক্ষাথী, শিক্ষক, সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/লাডলা/তারেক