ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

যশোরে নারীকে ছুরিকাঘাতে হত্যা

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৮, ৩১ অক্টোবর ২০২৪

যশোরে নারীকে ছুরিকাঘাতে হত্যা

ছবি : মেসেঞ্জার

যশোর সদর উপজেলার শেখহাটি আর্দশপাড়ায় শাহানারা বেগম (৫০) নামে এক নারীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে পুলিশ নিজ বাড়ি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

শাহানারা বেগম শেখহাটি আর্দশপাড়া এলাকার ইজবাইক চালক আতিয়ার রহমানের স্ত্রী। হত্যার সাথে তার বাড়ির ভাড়াটিয়া বাবলা ও তার খালাতো ভাই সুমন জড়িত বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার (৩০ অক্টোবর) সকালে আতিয়ার রহমান তার স্ত্রী সানা বেগমকে নিয়ে যশোর ডায়াবেটিক হাসপাতালে যান। ডাক্তার দেখানো শেষে তারা বাড়ি ফিরে আসেন। বিকেলে আতিয়ার ইজিবাইক চালানোর উদ্দেশ্যে শহরে চলে আসেন। বাড়িতে শাহানারা বেগম একাই ছিলেন।

আতিয়ার রহমান জানান, তিনি রাতে বাড়ি ফিরে দেখতে পান প্রধান ফটক ও ঘরের দরজায় তালা ঝুলছে। তার ছেলে ইউসুফকে নিয়ে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেন। তিনি নিখোঁজের বিষয়টি কোতোয়ালি মডেল থানাকে অবহিত করেন।

এরপর বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে স্বামী আতিয়ার, ছেলে ইউসুফ এবং সোহেল বাড়ির দেয়াল বেয়ে টিনের চালার ওপর দিয়ে বাড়ির ভেতরে ছাগলকে খাবার দেয়ার জন্য প্রবেশ করেন।

এসময় তারা বসত ঘরের দরজার সাথে রক্ত মাখা কাপড়ের টুকরা দেখে তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করেন। আর শাহানারা বেগমের রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেয়া হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, শাহানারা বেগমের মৃতদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে তার বাড়ির ভাড়াটিয়া বাবলা ও তার খালাতো ভাই সুমন জড়িত বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।

মেসেঞ্জার/বিল্লাল/তারেক