ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

আশুলিয়ায় ডাকাতি হওয়া ডিমসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, সাভার 

প্রকাশিত: ১৬:৪৫, ৩১ অক্টোবর ২০২৪

আশুলিয়ায় ডাকাতি হওয়া ডিমসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ৬

ছবি : মেসেঞ্জার

ঢাকার আশুলিয়ায় একটি পিকআপ ভর্তি ডিম ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া পিকআপসহ ২৮ হাজার ৮০০ পিস ডিম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১অক্টোবর) দুপুর ১২টার দিকে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক।

এর আগে, বুধবার (৩০ অক্টোবর) আশুলিয়ার টঙ্গাবাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন এসআই আশরাফুল ইসলাম, এএসআই রেজাউল তালুকদার ও এএসআই মেহেদী হাসান।

গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা হলেন, জামালপুর জেলা সদরের কচুনদরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রহমান ফকির, সিরাজগঞ্জের চৌহালী থানার শৈলজানা গ্রামের আজগর আলী বেপারীর ছেলে মো. মনির বেপারী, গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার ছোট ভগবানপুর গ্রামের মৃত নুরুল আকন্দের ছেলে মো. শাহীন আকন্দ, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার শেরপুর গ্রামের মৃত আনিসুর সোনারের ছেলে মো. সজিব জয় সোনার, একই এলাকার চক ভাগবানপুর গ্রামের মোহাম্মদ আলী সরকারের ছেলে মো. সফি সরকার ও ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার কাঠালিয়া গ্রামের সাহেব আলী হাওলাদারের ছেলে মো. বাবুল মিয়া। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে ওসি আবুবকর সিদ্দিক জানান, সম্প্রতি দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। ফলে ডাকাতি ও লুটপাট বেড়েছে। আমরা এ দিকটায় নজড় দিয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ সহ এক সপ্তাহে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ মোট ১৬ জন ডাকাত গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি।

তিনি আরও জানান, (২৯ অক্টোবর) ভুক্তভোগী মনির হোসেন টাঙ্গাইল এলাকা থেকে একটি পিকআপে মোট ২৮ হাজার ৮০০ পিস ডিম লোড করে মিরপুর-১৪ নম্বর ক্যান্টনমেন্ট এলাকার উদ্দেশ্যে চালক ও হেলপারের মাধ্যমে পাঠিয়ে দেন। তারা ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর সেনা অডিটোরিয়ামের সামনে পৌঁছলে পিকআপটি লক্ষ্য করে ইটের ঢিল ছুড়ে চালক ও হেলপারের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

পরে পিকআপ থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ীর চালক ও হেলপারকে মারপিট করে পিকআপ থেকে তাদের নামিয়ে দেয়। পরবর্তীতে ডাকাতরা ডিম ভর্তি পিকআপ নিয়ে আরিচার দিকে চলে যায়। পরে আবার তারা আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় এসে মো. বাবুল মিয়ার কাছে ডিমগুলো বিক্রি করেন।

ওসি জানান, ঘটনার দিন ভুক্তভোগী মনির হোসেন আশুলিয়া থানায় এসে মৌখিক অভিযোগ দিলে তৎক্ষনাৎ একটি তদন্ত টিম গঠন করে অভিযানে পাঠানো হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ীর আশুতোষ মন্ডলের মার্কেটের সামনে থেকে আব্দুর রহমান ফকির ও মো. মনির হোসেন নামের দুই বেপারীকে আটক করে লুণ্ঠিত ডিম উদ্ধার করে পুলিশ। পরে আটক দুইজনের দেওয়া তথ্যমতে বাকি চারজনকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ডাকাত দলের ছয় সদস্যকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মেসেঞ্জার/নোমান/তারেক