ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

রাজাপুরে শ্মশানে আলোকসজ্জা দিয়ে দীপাবলি উদযাপন

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৬, ৩১ অক্টোবর ২০২৪

রাজাপুরে শ্মশানে আলোকসজ্জা দিয়ে দীপাবলি উদযাপন

ছবি : মেসেঞ্জার

ঝালকাঠির রাজাপুরে প্রতিবছরের মতো এবারো শ্মশান দীপাবলী উদযাপিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার জেলখানা রোডস্থ রাজাপুর মহাশ্মশান ও শ্রী শ্রী কালী মন্দিরে এই উৎসবের আয়োজন করা হয়।

এই দিনে শতাধিক হিন্দু ধর্মবলম্বী এতে অংশগ্রহণ করেন। ভূত চতুর্দশীর পুণ্য তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা উপজেলার মহাশ্মশানে এসে প্রয়াত স্বজনদের সমাধিতে দীপ জ্বেলে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় শ্মশান কমিটির সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী বলেন, সন্ধ্যায় হিন্দু ধর্মাবলম্বীরা আসেন শ্মশানে। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুরু হয় দিপাবলী উৎসব। প্রয়াত স্বজনদের সমাধি সাজানো হয় পছন্দের খাবারসহ নানা উপাচারে।

তাদের আত্মার শান্তি কামনায় ধর্মীয় রীতি অনুয়ায়ী চলে প্রার্থনা। আগতদের অনেকেই স্বজনদের সমাধিতে মোমবাতি, প্রদীপ ও ধূপ কাঠি প্রজ্বালন করেন। এছাড়াও বিভিন্ন বয়সের নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও আসেন মারা যাওয়া স্বজনদের জন্য প্রার্থনা করতে।

মেসেঞ্জার/মিঠুন/তারেক