ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

ফরিদপুরে জামায়াত নেতার প্রতিষ্ঠানে ভাংচুরের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি  

প্রকাশিত: ১৮:০৪, ৩১ অক্টোবর ২০২৪

ফরিদপুরে জামায়াত নেতার প্রতিষ্ঠানে ভাংচুরের অভিযোগ

ছবি : মেসেঞ্জার

ফরিদপুরের শহরের ঝিলটুলীস্থ জামাত নেতাদের হাউজিং প্রতিষ্ঠান শতনীড়ের সীমানা প্রাচীর ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানের কর্মকর্তরা। এদিকে অভিযুক্ত নেতা জামাত নেতাদের কাছে ১৫ বছর জিম্মি ছিল বলে দাবী করেন তার পরিবার।

অভিযোগের থেকে জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) বিকালে সাবেক শহর বিএনপি সাংগঠনিক সম্পাদক ফাত্তাউল ইসলাম তার সমর্থিত শতাধিক নেতাকর্মী নিয়ে শহরের ঝিলটুলীর জামাত নেতাদের প্রতিষ্ঠান শতনীড়ে হামলা করে ভবনের সীমানা প্রাচীর ভাংচুর চালায়।

এসময় ভবনের প্রধান পিলার ক্ষতিগ্রস্থ হয়ে ঝুকির মধ্যে পড়ে। এতে ঐ ভবনের ৬১টি পরিবার ঝুকির মধ্যে রয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ফরিদপুর জামাতের শহর কমিটির সহ সাধারন সম্পাদক জাহাঙ্গির হোসেন ও ২০নং ওয়ার্ড জামাত সভাপতি নজরুল ইসলাম বুধবার (৩০ অক্টোবর) বিকালে এক সংবাদ সম্মেলন করেন।

ভবনটির পার্কিং প্লেসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভবনের সকল সদস্যরা অংশ নেয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে ফরিদপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন কয়েকজন জামায়াত নেতা। এ সময় তারা বলেন, তাদের দেওয়া দেয়াল ভেঙ্গে দেওয়ার পরও তাদের উপর নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে।

অপরদিকে বিএনপির নেতা ফাত্তাহ জানান, আওয়ামীলীগের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের এপিএস ফুয়াদ ও সাবেক শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার লেভীর প্রভাবকে কাজে লাগিয়ে পথটি ১৫ বছর ধরে ক্ষমতা দেখিয়ে জামাতের ঐ নেতারা তাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়াল দিয়েছিল। এখন তারা তাদের বন্ধি দশা থেকে মুক্ত হতে তাদের দেওয়ালটি ভেঙ্গে দিয়েছে।

অভিযুক্ত বাড়ির মালিক শরীফা বেগম (ফাত্তার বোন) বলেন, ১০/১৫ বছর ধরে আমাদের পথ আটকিয়ে দিয়েছে। আমরা বিভিন্ন জায়গায় নালিশ করেছি। কোন প্রতিকার পাইনি।

মেসেঞ্জার/নাজিম/তারেক