ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ভৈরবে দুই বংশের লোকজনের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৯, ৩১ অক্টোবর ২০২৪

ভৈরবে দুই বংশের লোকজনের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ছবি : মেসেঞ্জার

কিশোরগঞ্জের ভৈরবে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে কাইয়ূম মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া প্রায় চার ঘন্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।

সংঘর্ষে নিহত কাইয়ূম মিয়া (৪৫) মৌটুপি গ্রামের সরকার বাড়ির রমিজ উদ্দিনের ছেলে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের সরকার বাড়ি ও কর্তা বাড়ির লোকজনের মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ ৫২ বছর ধরে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার জের ধরে কয়েক বছরে প্রায় এক ডজন খুনের ঘটনা ঘটেছে। এছাড়া বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে।

ওসি আরও জানান, এসব ঘটনায় উভয়পক্ষের মামলা-মোকাদ্দমা লেগেই আছে। বৃহস্পতিবার দুপুরে সরকার বাড়ি ও কর্তা বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে। প্রতিপক্ষের বল্লমের আঘাতে সরকার বাড়ির বংশের কাইয়ূম মিয়া (৪৫) ঘটনাস্থলেই মারা যান।

এ সময় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান ওসি মোহাম্মদ হাসমত উল্লাহ।

মেসেঞ্জার/সাজু/তারেক