ছবি : মেসেঞ্জার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম শামিমুল হক ছিদ্দিকী রাঙ্গামাটির বিলাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর বাস্তবায়নকৃত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে তিনি এই প্রকল্প পরিদর্শনে করেছেন। এই সময় তার সহধর্মিণীসহ সফর সঙ্গী হিসেবে আরও উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান (যুগ্নসচিব) রিপন চাকমা, নির্বাহী প্রকৌশলী (সিভিল) তুষিত চাকমা প্রমূখ।
এসময় বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা সচিবকে ফুল দিয়ে স্বাগত জানান। শুরুতে তিনি বিলাইছড়ি সদরের নীলাদ্রি রিসোর্ট, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর অর্থায়নে নির্মাণকৃত মিনি ঝুলন্ত সেতু ও শিল্পকলা একাডেমী পরিদর্শন করেন। পরে তিনি পাংখোয়া পাড়ায় বিভিন্ন উন্নয়মূলক রাস্তা ও পাড়াকেন্দ্র পরিদর্শন করেন।
মেসেঞ্জার/অসীম/তারেক