ছবি : মেসেঞ্জার
ছাত্র-শিক্ষক-কৃষক ভাই ইঁদুর দমনে সহযোগিতা চাই’’এই স্লোগানে যশোরের ঝিকরগাছায় জাতীয় ইঁদুর দমন অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ইঁদুর দমন অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মফিজুর রহমান কবির, উপ-সহকারী কৃষি অফিসার নয়ন পাল। উদ্বোধনী অনুষ্ঠানে অর্ধ শতাধিক কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/আলমগীর/তারেক