ঢাকা,  শুক্রবার
০১ নভেম্বর ২০২৪

The Daily Messenger

বোয়ালখালীতে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৭, ৩১ অক্টোবর ২০২৪

বোয়ালখালীতে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রামের বোয়ালখালীতে গাছ থেকে পড়ে মো. ফারুক (৫৬) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে পৌরসভার ৪নম্বর ওয়ার্ড কুলাল পাড়ার নবী সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফারুক কুলাল পাড়ার মো. আমীর আলীর ছেলে। তার ৩ ছেলে রয়েছে বলে জানা যায়। ফারুকের ছেলে মো. সাগর বলেন, সকাল ১১টার দিকে ডাল কাটার জন্য নিজের বাড়ির রেইনট্রি গাছে উঠেছিলেন তিনি। এক পর্যায়ে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মেসেঞ্জার/নাঈম/তারেক