ঢাকা,  শুক্রবার
০১ নভেম্বর ২০২৪

The Daily Messenger

রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা যুবকের আত্মহত্যা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৬, ৩১ অক্টোবর ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা যুবকের আত্মহত্যা

ছবি : মেসেঞ্জার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে ইদুরের ঔষুধ খেয়ে এক রোহিঙ্গা যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। ক্যাম্প পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন। নিহত হলো উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৩ ব্লকের বাসিন্দা মসি উদ্দিন আহমেদের ছেলে নাসির উদ্দীন (২৩)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল আনুমানিক ৮টার দিকে উখিয়ার ক্যাম্প-৭ তার নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন।

স্থানীয় রোহিঙ্গাদের বরাতে ওসি বলেন, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে উখিয়ার আশ্রয় শিবির (ক্যাম্প- ৭) বি-৩ ব্লকে বসবাসকারী নাসির উদ্দীন নামে রোহিঙ্গা যুবক পারিবারিক কলহের জেরে নিজ বসত ঘরে ইদুরের ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলেআত্মীয় স্বজনরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, এ ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মৃত মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। এবিষয়ে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানায়।

মেসেঞ্জার/শহিদুল/তারেক