ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

পটুয়াখালীতে নানান আয়োজনে উদযাপিত হয়েছে যুব দিবস

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৯, ১ নভেম্বর ২০২৪

পটুয়াখালীতে নানান আয়োজনে উদযাপিত হয়েছে যুব দিবস

ছবি : মেসেঞ্জার

‘দক্ষ যুব গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদশ’- এ স্লোগান নিয়ে পটুয়াখালীত নানান আয়োজনের মধ্য দিয়ে যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকাল ৯টায় সার্কিট হাউজ সড়কের ঝাউতলায় বেলুন উড়িয়ে দিবসটি আনুষ্ঠানিক উদ্বাধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (উনয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জুয়েল রানা।

পরে সার্কিট হাউজের সামনে থেকে বর্নাঢ্য এক র‍্যালী বেড় হয়ে, র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। তোরে দিলাম কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে অন্যান্যদর মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান, যুব উনয়ন অধিদপ্তরর উপ-পরিচালক ওবায়দুল ইসলাম, সদর উপজলা যুব উনয়ন কর্মকর্তা দলায়ার হাসাইন প্রমূখ।

আলাচনা সভা শেষে শপথ গ্রহণ ও বিভিন জলাশয় পরিষ্কার-পরিছনতা অভিযান, বৃক্ষ রোপন, মাদক ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা এবং রক্তদান কর্মসূচি পালিত হয়।

মেসেঞ্জার/মানিক/তারেক