ঢাকা,  শুক্রবার
০৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ফুলবাড়ী থেকেও সহজে বিদেশে লোক পাঠানোর সুযোগ আছে

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৯, ১ নভেম্বর ২০২৪

ফুলবাড়ী থেকেও সহজে বিদেশে লোক পাঠানোর সুযোগ আছে

ছবি : মেসেঞ্জার

অবহেলিত জেলা কুড়িগ্রাম থেকে অর্থাৎ ফুলবাড়ী উপজেলার বাসিন্দারা ইচ্ছে করলে সরকারিভাবে সহজে দক্ষ শ্রমিক হিসেবে বিদেশে যাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম।

তিনি শুক্রবার (১ নভেম্বর) ফুলবাড়ী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে এসব কথা জানান। ইউএনও আরও জানান, কুড়িগ্রাম ডিসি স্যার এক অনুষ্ঠানে বলেছেন কুড়িগ্রাম দরিদ্র এলাকা। আমি এ জেলা থেকে বেশি সংখ্যক মানুষকে বিদেশে কাজের জন্য পাঠাতে চাই।

এ জন্য ডিসি স্যার ফুলবাড়ীসহ সকল উপজেলার ইউ্এনওদের নির্দেশ দিয়েছেন স্ব-স্ব উপজেলার বাসিন্দারা যারা বিদেশ যাওয়ার আগ্রহী তাদের তালিকা ডিসি স্যারের কাছে পাঠানোর জন্য। বিদেশ যেতে আগ্রহীদের প্রশিক্ষণ প্রদান, তাদের টাকার উৎস দেয়ার জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে জানান ইউএনও।

ফুলবাড়ী উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ললিত মোহন রায়।

হাবিবুর রহমান হাবিবে উপস্থাপনায় এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা প্রাথমিক কর্মকর্তা মাহাতাব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মজিবর রহমান, সাংবাদিক মাহবুব হোসেন সরকার লিটু, নারী উদ্যোক্তা ম্যেসূমী আক্তারসহ আরও অনেকে।

এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার কাউসার আলী, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার আব্দুর রহমানসহ বিীবন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, এনজিও’র প্রতিনিধিরা ও সাংবাদিকবৃন্দ। র‌্যালী, আলোচনা সভা ও উদ্যোক্তা, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণের মধ্যে ফুলবাড়ীতে জাতীয় যুব দিবস সফলভারে পালন হয়েছে।

মেসেঞ্জার/আনন্দ/তারেক