ছবি : মেসেঞ্জার
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা যুব ভবনের হল রুমে নওগাঁ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ জাবেদ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন।
অনুষ্ঠানে নওগাঁর মহাদেবপুর থেকে আসা নারী উদ্দোক্তা সাবানা ইয়াসমিন যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে কঠোর পরিশ্রম করে সফল উদ্যোক্তা হয়ে ওঠার গল্প শুনান। বর্তমানে তার সাথে ৫০ নারী এখন সাবলম্বী। সে সমাজে পিছিয়ে পড়া আরও হাজার নারীকে প্রশিক্ষনের মাধ্যমে সাবলম্বী করা স্বপ্ন দেখছেন।
নওগাঁর আত্রাই উপজেলার উদ্দোক্তা সোহেল বলেন, তিনি দুই বছর আগে যুব ভবন থেকে ইলেকট্রনিক এর উপর তিন মাসের প্রশিক্ষণ গ্রহন শেষ করে নিজেই এখন একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। যেখানে তিনি নিজেই ইলেকট্রনিক সামগ্রী তৈরি করে বাজারে বিক্রি করছেন এবং সেখান থেকে ৩০ জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ১৮০ জন উদ্দোক্তার মাঝে যুব ঋণের চেক, প্রশিক্ষনের সনদপত্র এবং সফল আত্নকর্মী ও দক্ষ যুব সংগঠককে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
মেসেঞ্জার/বেলায়েত/তারেক