ঢাকা,  বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪

The Daily Messenger

আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৭, ১ নভেম্বর ২০২৪

আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালন

ছবি : মেসেঞ্জার

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে শুক্রবার (১ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে দিবসের তাৎপর্য তুলে ধরেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন। অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, ওসি সাহাবুদ্দিন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, পরিসংখ্যান অফিসার সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার বক্তব্য রাখেন।

আলোচনা শেষে ১০ যুবকের মাঝে ৫ লাখ টাকার যুব ঋনের চেক ৩০ প্রশিক্ষনার্থীকে সনদ ও ৬ শত টাকা করে প্রশিক্ষন ভাতা এবং শহীদদের স্মরনে ২৪টি ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

মেসেঞ্জার/নাহিদ/তারেক