ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

নওগাঁয় দস্যুতা চক্রের মূলহোতাসহ আটক ৩ 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৯, ২ নভেম্বর ২০২৪

নওগাঁয় দস্যুতা চক্রের মূলহোতাসহ আটক ৩ 

ছবি: মেসেঞ্জার

নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে দস্যুতা চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব ৫।

শুক্রবার উপজেলার দুধকুড়ি নামক এলাকায় ইজি বাইক ছিনতাইকালে তাদের আটক করা হয়। আটককৃতরা চালক খলিলুর রহমানকে রশি দিয়ে বেঁধে ওই ইজিবাইক নিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে র‌্যাবের টহল দল তাদের আটক করে। এসময় আরও একজন পালিয়ে যায়। শনিবার (২ নভেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আটককৃতরা হলেন, বদলগাছী উপজেলার খাদাইল গ্রামের মৃত জব্বার মন্ডলের ছেলে মূলহোতা হেলাল হোসেন (৪২), একই উপজেলার নন্দাহার গ্রামের মৃত নীল চাঁদ মন্ডলের ছেলে হেলাল উদ্দিন (৪৪) এবং পাশর্বর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতনী (তালুকদার পাড়া) এলাকার মন্টু তালুকদারের ছেলে কালাম তালুকদার (৩৬)। এবং আবু হাসান (২৫) নামের এক যুবক পালিয়ে যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক হেলাল হোসেন নওগাঁ ও জয়পুরহাট জেলার দস্যুতা চক্রের মূলহোতা। শুক্রবার ভোরবেলা বদলগাছী উপজেলার দুধকুড়ি নামক এলাকায় একটি ইজি বাইকে যাত্রি বেশে উঠে তিনিসহ তার অপর সহযোগী হেলাল উদ্দিন, কালাম ও আবু হাসান। এরপর তারা ওই ইজিবাইকের চালক খলিলুর রহমানকে ছোরার ভয় দেখিয়ে জোর পূর্বক তার ইজি বাইকটি ছিনিয়ে নেয় এবং চালককে রশি দিয়ে বেঁধে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে দেয়। পরবর্তীতে চালক খলিলুরের  চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলের আশেপাশে চারজন দস্যুকে ঘিরে ফেলে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে এলাকার জনগণ নিয়ে দস্যুতা চক্রের তিনজনকে আটক করতে সক্ষম হয় এবং আবু হাসান নামের একজন পালিয়ে যায়। তবে ছিনতাইকৃত ইজি বাইক উদ্ধার করা হয়েছে।

এছাড়া আসামিদের দস্যুতার কাজে ব্যবহৃত রশি ও চারটি ছোরাও জব্দ করা হয়েছে।  আসামিদের বিরুদ্ধে বদলগাছি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

মেসেঞ্জার/সজিব