ঢাকা,  রোববার
২২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

চাটমোহরে মাদ্রাসা ছাত্রকে অপহরণের চার দিনেও খোঁজ মেলেনি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৪, ২ নভেম্বর ২০২৪

চাটমোহরে মাদ্রাসা ছাত্রকে অপহরণের চার দিনেও খোঁজ মেলেনি

ছবি : মেসেঞ্জার

অপহরণের চারদিন পেড়িয়ে গেলেও পাবনার চাটমোহরে নানার বাড়ি বেড়াতে যাওয়ার সময় রমজান আলী (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের খোঁজ মেলেনি। উল্টো পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার রেলবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রমজান আলী উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামের আকু মোল্লার ছেলে ও স্থানীয় একটি দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় চাটমোহর থানায় ওই ছাত্রের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তবে এখনো অপহৃত রমজানকে উদ্ধার বা এরসাথে জড়িতদের আটক করতে পারেনি পুলিশ।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান আলী বুধবার দুপুরে বাড়ি থেকে তার নানার বাড়ি আটঘরিয়া যাওয়ার উদ্দেশ্যে বের হয়। দুপুর পেড়িয়ে বিকেল এবং সন্ধ্যা পর্যন্ত নানা বাড়ি না পৌঁছানোয় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এরপর রমজানের বাড়িতে অপরিচিত নাম্বার থেকে ফোন করে অপহরণের বিষয়টি জানিয়ে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এরপর অন্য আরেক নাম্বার থেকে রমজানকে ছেড়ে দেওয়ার কথা বলে ১৫ হাজার টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ছেলেকে ফিরে পাওয়ার আশায় রমজানের মা ময়না খাতুন অপহরণকারীদের বিকাশ নাম্বারে ৩ হাজার টাকাও পাঠান।

এরপর থেকেই শনিবার (২ নভেম্বর) পর্যন্ত অপহরণকারীদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে ছেলের খোঁজে পাগলপ্রায় হয়ে পড়েছেন রমজানের মা ও তার পরিবারের সদস্যরা।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, পুলিশ অপহৃত মাদ্রাসা ছাত্রকে উদ্ধার এবং অপহরণকারীদের আটক করতে কাজ করছে। আশা করছি দ্রুতসময়ের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হব।

মেসেঞ্জার/পবিত্র/তারেক