ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

পটুয়াখালীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৫, ২ নভেম্বর ২০২৪

পটুয়াখালীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ছবি : মেসেঞ্জার

পটুয়াখালীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) জেলাপ্রশাসক কার্যালয় সকাল ১০টায় জাতীয় সংগীত এর সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য থেকে অনুষ্ঠানটির শুভ সুচনা হয়। পরে একটি র‍্যালর বেড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

"সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই স্লোগান কে সামনে রেখে বর্নিল আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ জেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে পালন করা হয়।

দিবসটির প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা সমবায় কর্মকর্তা সুস্মিতা গোলদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জুয়েল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার। এসময় জেলা প্রশাসন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন সমবায় সংগঠনের অসংখ্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সফল দুইটি সমবায় সংগঠন এবং একজন সমবায়ী ব্যক্তিকে ক্রেস্ট প্রদান করা হয়।

মেসেঞ্জার/মানিক/তারেক