ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

কালীগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩০, ২ নভেম্বর ২০২৪

কালীগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন

ছবি : মেসেঞ্জার

সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় অফিসের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।

উপজেলা সমবায় অফিসার শ.ম রাশিদুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার (সম্প্রসারন) আক্তারুজ্জামান মিয়া, কালীগঞ্জ থানার পরিদর্শক সমিরন, উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা জবা খাতুন।

সমবায় দিবসে আরো বক্তব্য রাখেন, সমবায়ী বাবু প্রভাত কুমার ব্যানার্জী, হেলাল উদ্দিন, মিনা ভট্টাচার্য্য,পিকুল হোসেন প্রমুখ।

এবারের জাতীয় সমবায় দিবসে সবোচ্চ সমবায় উন্নয়নে তহবিল সংগ্রহের জন্য মোচিক সমবায় সমিতি লি. ও কালীগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মেসেঞ্জার/বিপাশ/তারেক