ছবি : মেসেঞ্জার
দীর্ঘদিন পলাতক থাকা পরোয়ানাভুক্ত ৪ জন আসামীকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে হাতিয়া থানা পুলিশ। শনিবার (২ নভেম্বর) সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার (১ নভেম্বর) বিকেলে হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আটক আসামীরা হলেন, কবির উদ্দিন জাহাজমারা ইউনিয়ন ১নং ওয়ার্ডের মৃত নজির আহাম্মদের ছেলে, রাসেল উদ্দিন একই ওয়ার্ডের আব্দুল হাই দালালের ছেলে। আব্দুল হাই রতন চরকিং ইউনিয়নের ৭নং ওয়ার্ড চরবগুলা গ্রামের আলী আহম্মদের ছেলে, মো. রাসেল বুড়িরচর ইউনিয়ন ৭নং ওয়ার্ড পূর্ব বড়দেইল গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
হাতিয়া থানা সুত্রে জানা যায়, এসআই গোলাম মোস্তফা ও এসআই জয়দ্রত চাকমার দুটি টিম অভিযান চালিয়ে জিআর-৮৮/১৮ এর এজাহারভূক্ত আসামী কবির উদ্দিন, রাসেল উদ্দিন, সিআর-৩২০/২৪ এর এজহারভূক্ত আসামী আব্দুল হাই রতন এবং সিআর-৩৯৭/২৩ এর এজাহারভূক্ত আসামী মো. রাছেলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার পরবর্তী যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মেসেঞ্জার/রাসেল/তারেক