ছবি : সংগৃহীত
যশোরে ছুরিকাঘাতে আসাদুল ওরফে আসাদ (৩৫) নামে একজন খুন হয়েছে। দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে খুন করে। শুক্রবার (১ নভেম্বর) গভীর রাতে শহরের খোলাডাঙ্গা ব্র্যাক অফিস সংলগ্ন মসজিদের পাশে তাকে ছুরিকাহত করা হয়।
শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আসাদ খড়কি দক্ষিণপাড়ার জহুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় ট্রাকের হেলপার ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শহর থেকে বাড়ি ফিরছিলো আসাদুল ইসলাম। পথে ধর্মতলা এলাকায় তাকে দুর্বৃত্তরা ধরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এসময় তিনি জ্ঞান হারিয়ে রাস্তার পাশে পড়ে ছিলেন। সকাল ৬টার দিকে পথচারীরা তাকে ধর্মতলা রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদ মারা যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কারা কি কারণে আসাদকে খুন করেছে তা অনুসন্ধান করা হচ্ছে।
মেসেঞ্জার/বিল্লাল/তারেক