ঢাকা,  শুক্রবার
০৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

নওগাঁয় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪২, ২ নভেম্বর ২০২৪

নওগাঁয় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে নওগাঁয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকালে নওগাঁ সদর উপজেলা পরিষদের অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব, সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হক, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রঞ্জু, যুবদল নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মোক্তার, স্বেচ্ছাসেবক দল নওগাঁ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. শামীম হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম টুটুল, নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা।

অনুষ্ঠানে বক্তারা বিগত ১৫ বছর ধরে দলের নেতাকর্মীদের জুলুম নির্যাতন সহ্য করে ঐক্যবদ্ধভাবে টিকে থাকার জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতে সাম্য ও মানবিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে নিজেদেরকে প্রস্তুত হতে এবং দলের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

মেসেঞ্জার/বেলায়েত/তারেক

আরো পড়ুন