ছবি : মেসেঞ্জার
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘটনায় আটক বাস চালককে আদালতে প্রেরণ সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘটনায়
ঘাতক বাস চালক জামিল হোসনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর মরিচাবুনিয়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সেখান থেকে বরিশাল কোতয়ালী মডেল থানায় নিয়ে আসা হয়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মিজানুর রহমান জানান, এ বিষয়ে মেট্রোপলিটন বন্দর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। বাকি আইনগত বিষয় তারা সম্পন্ন করবে।
মেসেঞ্জার/সাঈদ/দিশা